MMonir Trainer 2 years ago |
কেউ যদি জিগ্যেশ করে জীবন থেকে পাওয়া আমার সবচেয়ে বড় উপলব্ধিটা কী, আমি বলবো— শেকড় না ভুলা।
একটা গাছ যেমন তার শেকড়ের ওপর দাঁড়িয়ে আকাশপানে মাথা তুলে, আমাদের জীবনেও সেরকম কিছু শেকড় থাকে যার ওপর দাঁড়িয়ে আমরা বড় হই। একটা আস্ত মহীরুহের সামনে শেকড় বড্ড সামান্য বস্তুই বটে, কিন্তু সেই মহীরুহ যখন ছোট্ট চারাগাছ ছিলো, যখন সামান্য বাতাসে হেলে পড়তো সে, সেদিন কিন্তু সেই সামান্য শেকড়ই তাকে সটান দাঁড়িয়ে থাকার শক্তি জুগিয়েছিলো।
শেকড় না ভুলার চমৎকার নজির নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখতে পাওয়া যায়। তিনি বড় হয়েছিলেন হালিমা রাদিয়াল্লাহু আনহার গৃহে। বিবি হালিমা নিজের সন্তানের মতো করে নবিজীকে আগলে রেখেছেন। একজীবনে নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই অবদান কখনোই ভুলেননি। যখনই বিবি হালিমার বংশের কাউকে তিনি দেখতেন, ব্যাপক সমাদর করতেন তাদের।
চাচা আবু তালিবের কথাই ধরুন— নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ করেছেন নিজের ছেলের মতো করে। দু:সময়ে বর্ম হয়ে রক্ষা করেছেন আল্লাহর নবিকে, কিন্তু নিজে কখনো ঈমান আনয়ন করেননি। সেই প্রিয়তম চাচাকে ঈমানের স্বাদ নেওয়ানোর জন্যে চাচার মৃত্যুশয্যাতেও কী দুর্নিবার প্রচেষ্টা ছিলো নবিজীর!
জীবনের ঘাত-প্রতিঘাতে আমরা হয়তো একদিন অনেক বড় হই, আমাদের অনেক নাম-ডাক হয়, হয় অনেক অর্থকড়ি। কিন্তু, যার হাত ধরে আমরা বড় হওয়া শুরু করেছিলাম, যাকে মাধ্যম করে আকাশপানে মাথা তুলেছিলাম একদিন, জীবনের স্রোতে সে হয়তো আগের অবস্থাতেই থেকে গেছে, আজ হয়তো সে মাটিতে আর আমি আকাশে, কিন্তু আমার বড় হয়ে উঠার পেছনে তার যে অবদান— সেটাকে কোনোভাবেই অস্বীকার করা উচিত নয়।
ব্যক্তিক জীবনে আমাদের প্রথম শেকড় আমাদের বাবা-মা। তারপরে আমাদের ভাই-বোন।
ক্যারিয়ার-জীবনে সেই শেকড় হতে পারে এমন এক বন্ধু বা শুভাকাঙ্ক্ষী যে একদিন আমাকে সন্ধান দিয়েছিলো একটা ভালো চাকরির।
অথবা, এমন এক বন্ধু বা ব্যক্তি যে আমাকে দিয়েছিলো একটা দূর্দান্ত আইডিয়া যা বদলে দিয়েছে আমার জীবন।
সেই শেকড় হতে পারে আমাদের এমন এক ব্যবসায়িক পার্টনার বা শুভাকাঙ্ক্ষী যাকে মাধ্যম করে বড় হয়েছে আমাদের প্রতিষ্ঠান, যশ-খ্যাতি কামিয়েছি আমরা।
সেই ভালো বন্ধু যার একটা উপদেশ বদলে দিয়েছিলো জীবনের দর্শন, সেই শুভাকাঙ্ক্ষী যার একটা দিক-নির্দেশনা পাল্টে দিয়েছে জীবনের গতিপথ— এরা প্রত্যেকেই আমাদের জীবনের শেকড়। এদের ভুলে যাওয়া মানে মূলকে অস্বীকার করা।
চলুন, জীবনে আমরা বড় হই, কিন্তু শেকড় না ভুলি।
Alert message goes here